বইঃ বাংলা তাফসীর "বাংলা কুর'আনুল কারিম"।
| |
প্রফেসর ডঃ মুহাম্মাদ মুজিবুর রহমান
| |
দারুসসালাম পাবলিকেশন্স , সৌদি আরব
| |
সূরা 'আল ক্বামার' মক্কায় অবতীর্ণ ক্বুরানের একটি গুরুত্বপূর্ণ সূরা। আল্লাহ তা’আলা এই সূরায় একটি বিশেষ আয়াত চার বার উল্লেখ করেছেন। সে বিশেষ আয়াতটির অর্থ হচ্ছে,
'অবশ্যই আমি শিক্ষা গ্রহণ করার জন্যে ক্বুরানকে সহজ করে দিয়েছি, অতএব আছে কি তোমাদের মাঝে কেউ এর থেকে শিক্ষা গ্রহণ করার ?'